হরিণাকুণ্ডুর এক মেধাবী ছাত্রী’র কিডনি বিকল চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আবেদন
হরিণাকুণ্ডু,ঝিনাইদহঃ
‘খাদিজার চোখে বাঁচার স্বপ্ন’ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর অত্যন্ত মেধাবী শিক্ষার্থী খাদিজা তুল কোবরা’র দুইটা কিডনিই রোগাক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাওয়ার পথে। এখনই উন্নত চিকিৎসা না করালে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন ডাক্তার। খাদিজা একই উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। তিন সন্তান এবং স্বামী, স্ত্রী নিয়ে কোন রকম খেয়ে পরে চলে বিল্লালের পরিবার। একমাত্র মেয়ের এই কঠিন রোগের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। ইতোমধ্যে বিল্লালের অনেক টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে সে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়েকে বাঁচাতে খাদিজার পিতা বিল্লাল হোসেন সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা মোঃ বিল্লাল হোসেন, সঞ্চয়ি হিসাব নং ৪৭৩৮,অগ্রণী ব্যাংক, হলিধানী শাখা, ঝিনাইদহ। প্রয়োজনে যোগাযোগের জন্য ০১৭৪৬-০৯১০০০ নং মোবাইলে ফোন করতে পারেন।