• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:০৮ অপরাহ্ন

হরিণাকুণ্ডুতে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত, গ্রেফতার ৩

হরিনাকুন্ডু প্রতিনিধি / ১৯৩ Time View
আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পূর্বশত্রুতার জেরে শিক্ষার্থীকে লোহার রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।আহতরা হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ইতিপূর্বে অভিযুক্তরা আমার ছেলের মোবাইলে দা, হাসুয়া’র ছবি পাঠিয়ে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তারা আমাদের বিভিন্ন ধরণের ভয় ভিতি ও হত্যার হুমকী দেয়। জানা গেছে,আহত সিহাব উদ্দিন উপজেলার বাকচুয়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং আরফা খাঁনের ছেলে মুবিন। শুক্রবার ২১ জুলাই রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় এ ঘটনাটি ঘটে। এতে জনি খাঁন (২২) সহ মোট ৬ জনকে আসামী করে হরিণাকুণ্ডু থানায় এজাহার দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তন্ময়সহ ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

এঘটনায় হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান,রাতে ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামে ঘটনার সাথে জড়িত তিন(৩) জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এব্যাপারে এজাহারভুক্ত আসামীরা আটক থাকায় এবং অন্যান্যদের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1