ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ভিজিডি কর্মসুচির আওতায় ২০২১-২২ চক্রের উপকার ভোগীদের মাঝে খাদ্য বিতরণ,প্রশিক্ষণ ও সঞ্চয় আদায় সহ অন্যান্ন বিষয়াদী বাস্তবায়নে সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,বশির উদ্দীন,শরাফত দৌলা ঝন্টু,আট ইউপি সচিব,যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এইচ মাহবুব মিলু,যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বুল হুসাইন সহ বিভিন্ন এলাকার ভিজিডি সুবিধাভোগী নারীরা।