হরিণাকুণ্ডুতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
মোঃ শাহানুর আলম, ঝিনাইদহঃ
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি ” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সামাজিক অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ রোধ , কিশোর গ্যাং প্রতিহত সহ পুলিশের বিভিন্ন সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)। মানুষের দারপ্রান্তে সেবা পৌছানোর লক্ষ্যে এসময় পৌরসভার ৩টি কার্যালয়সহ একযোগে ৮ ইউপিতে ৮টি সহ মোট ১১টি বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকালে পৌরসভা প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু , ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান , গোলাম মোস্তফা , মঞ্জুরুল আলম , শরাফত দৌলা ঝন্টু , রাকিবুল হাসান রাসেল , নাজমূল হুদা পলাশ, প্রমূখ। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম বলেন, পুলিশের কার্যক্রম আরও জনমুখী ও জনবান্ধব করাই এই কার্যক্রমের লক্ষ্য , এ কার্যক্রমের ফলে দ্রুত পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। স্থানীয় ছোটখাটো সমস্যা, সামাজিক বিবাদ, মাদক নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয় দ্রুত বিট পুলিশের কার্যালয়ের দ্বায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তারা সমাধান করবেন।