• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

হরিণাকুণ্ডুতে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন খাদে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ১৪৬ Time View
আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
হরিণাকুণ্ডুতে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন খাদে পড়ে এক বৃদ্ধের মৃত্যু
হরিণাকুণ্ডুতে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন খাদে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

হরিণাকুণ্ডুতে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন
খাদে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

পিকে নিউজ ডেস্কঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়নকান্দী গ্রামে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। আজ সোমবার সকাল ১১ টার সময় বালুর গর্তে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তি একই গ্রামের বেলেপাড়ার মৃত গফুর মন্ডলের পুত্র আনসার মন্ডল (৮৫) । একালাবাসি ও মৃতের স্বজনেরা জানান সকাল ১১টায় প্রকৃতির ডাকে সড়া দিয়ে আনসার মন্ডল বাড়ির কাছাকাছি আক্তার মেম্বরের বালুর গর্তের ধারে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে ফিরে না আসায় লোকজন খোজ নিয়ে দেখে বালি উঠানো গর্তের পানিতে মৃত অবস্থায় পড়ে আছে। বালির গর্তের পাড় ধ্বসে গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে মৃত্যের স্বজন ও স্থানীয়রা ধারণা করছে ।

ইতিপূর্ব বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ সহ অভিযোগ পাওয়ার পর এই অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নিলেও অল্পকিছুদিন বালু উত্তোলনকারীরা থেমেছিল কিন্তু অদৃশ্য কারণে প্রভাবশালী মহলের ইন্ধনে আবার শুরু হয় উৎসবমূখর পরিবেশে বালু উত্তোলন । যার ফলশ্রুতিতে মৃত্যুর ঘটনাও ঘটলো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমরা এখন করোনা নিয়ে ব্যস্ত। বালু উত্তোলন বন্ধে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি স্পটে কারও পাওয়া যায় না। ব্যবস্থা নেওয়ার পর উত্তোলন কিছুদিন বন্ধছিল। আক্তার এবং লাল এ কাজে জড়িত বলেও তিনি জানান। কেউ মামলা করলে ব্যবস্থা নেওয়া সুবিধা হয়। আমরা অভিযান অব্যাহত রাখবো। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে বলেন এ বিষয়ে নারায়নকান্দী ফাঁড়ির আইসির মাধ্যমে ঘটনা জেনেছি , মৃতের আত্নীয় স্বজনরা অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । এলাকাবাসীদের ধারনা যেভাবে কয়েকবছর ধরে এই বালি উত্তোলন করা হচ্ছে তাতে নারায়নকান্দী গ্রামের শতশত একর জমি পানির নিচে বিলিন হয়ে যাবে। এভাবে চলতে থাকলে গোটা গ্রাম অতলগহ্বরে নিমজ্জিত হতে পারে । এলাকাবাসী এই নিশ্চিত ধ্বংস ও অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার আসু হস্তক্ষেপ কামনা করছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1