হরিণাকুণ্ডুতে নৌকার সমর্থনে বিশাল শোডাউন অনুষ্ঠিত
পিকে নিউজ ডেস্ক ,ঝিনাইদহঃ
আগামী ৩০ জানুযারি পৌরসভা নির্বাচনে হরিণাকুণ্ডু পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনের পক্ষে নৌকা প্রতীকের বিশাল এক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে বিশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা দোয়েল চত্বরে এসে শেষ হয়।উক্ত মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশগ্রহন করে।
মিছিল শেষে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, খাইরুল ইসলাম, ফিরোজ সালাহ উদ্দিন, রাফেদুল হক সুমন, আব্দুল্লাহ মারুফসহ প্রমূখ।
বক্তারা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন’র নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিজয়ী করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।