ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন র্যালি,আলোচনা সভাসহ আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভোটারদের সমন্বয়ে অনুষ্ঠিত র্যালি শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফারুক হোসেন,থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা,উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর-উল্লাহ স্বাগত বক্তব্য শেষে মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ,মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক এ্যাডঃ খোদা বখস,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এইচ মাহবুব মিলু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম সাইফুজ্জামান তাজু প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন,প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বুল হুসাইন,আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন,শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক।
আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি বিভিন্ন এলাকা থেকে আগত ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।