হরিণাকুণ্ডুতে জাতীয় বীমা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
সারদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার আরশেদ আলী’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ সরকার, অধ্যক্ষ মোক্তার আলী, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম খোন্দকার মাহবুবুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, মানবাধিকার কর্মী মাহবুব রশিদ, বীমা প্রতিনিধি হাফিজুর রহমান, শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বীমা প্রতিনিধি, সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।