ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মুসা মিয়া ডায়াবেটিস সেন্টারের বিপরীত পাশে মানসম্পন্ন বাংলা খাদ্যের বিচিত্র আয়োজন নিয়ে সুপরিসরে দৃষ্টিনন্দন ডেকোরেশনে ভোজন রসিকদের জন্য নিউ চিলি প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার শুভ উদ্ধোধন হয়েছে।
বুধবার (১সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফারুক হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ,ইউপি চেয়ারম্যান ফজলুল রহমান,প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজাম্মান তাজু,সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুসহ অন্যান্যরা।
রেস্টুরেন্ট মালিক মোঃ কবির হোসেন ঝিনাইদহের কন্ঠ প্রতিনিধিকে জানান,এখানে স্বল্প মূল্যে পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার পাওয়া যাবে। যেমন,সকালের নাস্তা রুটি-পরটা, সবজি, সামুচা,সিংঙ্গারা,দুপুরের খাবার,সাদা ভাত,বিরিয়ানি, রুই মাছ, মুরগির মাংস,খাসীর মাংস, বিভিন্ন আইটেমের ভর্তা ও বিকালে পাওয়া যাবে খাবার চিকেনসহ বিভিন্ন ধরণের খাবার । এছাড়াও বিয়ে, জন্মদিন ও বিভিন্ন ধরনের পার্টির খাবারের অর্ডার নেওয়া হবে।