ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার পৌরসভা সহ ৮ টি ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত, করোনা টিকার প্রথম ডোজ নেওয়া থেকে বাদ পড়া সকল নারী পূরুষদের মাঝে সুষ্ঠুভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ২৬ ফেব্রুয়ারী ২০২২ দেশ ব্যাপী একযোগে এক কোটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের অংশ হিসাবে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে যারা এখনো পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেনি,শুধুমাত্র তাদের এই টিকা প্রদান করা হয়েছে,উপজেলা পৌরসভা সহ ৮টি ইউনিয়নে ২৫ টি টিকাদান কেন্দ্রে ১২ হাজার ৪ শত নিরানব্বই(১২৪৯৯)জন নারী ও পূরুষদের মাঝে এই টিকা দান করা হয়েছে।
এই টিকাদান কর্মসুচিতে প্রতি কেন্দ্রে দুই জন টিকাদান কর্মী ও তিনজন সেচ্ছাসেবক নিয়জিত ছিলেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানিয়েছেন। এছাড়াও এরপর আর কখনো করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না বলে তিনি জনিয়েছেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার
(ভারপ্রাপ্ত)সেলিম আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ,থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন,পৌরসভার স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র,ফলসী ইউনিয়নের কুলবাড়ীয়া সরকারী প্রাঃ বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন ইউনিয়নের টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসুচি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ। করেন।