হরিণাকুণ্ডুতে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আনন্দ টিভির ২য়বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। হরিণাকুন্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু করা হয়। বুধবার বেলা ১২ টায় আনন্দ টিভির ২য় বর্ষপূতিতে প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগ সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোর্য়াদ্দার, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, প্যানেল মেয়র খাইরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি রওশনআলী, কমিশনার ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুলহক, থানা অফিসার ইনচার্জেও বিশেষ প্রতিনিধি এসআই আলমগীর হোসেন, সহকারী কৃষিসম্প্রসারণ অফিসার, আব্দুল মোমিন। এছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব মোরশেদ শাহীন, সাইফুর রহমান বাদল, মোস্তাফিজুর রহমান এলবি লিটন, মাওঃ তৈয়বুর রহমান, বিপ্লব হোসেন, মাহমুদুর রহমান মিল্টন, শহিদুল ইসলাম টুকু, সোহরাব হোসেন, রাব্বুল হোসেন রুবেলসহ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত হয়ে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানকে সার্থক মন্ডিত করে তোলেন।