• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন

হরিণাকুণ্ডুতে অবৈধভাবে জমির মাটি বিক্রির অপরাধে অর্থদন্ড প্রদান

হরিণাকুন্ডু প্রতিনিধি / ১৪৬ Time View
আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবৈধভাবে জমির মাটি কেটে বিক্রয় করা সহ জনগণের ব্যবহারের রাস্তা নষ্ট করার অপরাধে ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

মঙ্গলবার দুপুরবেলা উপজেলার রঘুনাথপূর ইউনিয়নের পদ্মনগর গ্রামে জমির উর্বরতা ও জনসাধারণের ব্যবহৃত রাস্তা রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি মামলার বিপরীতে আজিজুল হক’র পুত্র সোহেল রানাকে-৪০০০/-,আত্তাব আলীর পুত্র সালাম হোসেনকে-৫১০০০/- ও রেজাউল হক’র পুত্র ইউসুব আলীকে-১০০০/- টাকাসহ মোট৫৬০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন তিনি।

একই সময়ে কালাপাহাড়ীয়া গ্রামে অবৈধভাবে মাটিকাটা বন্ধে অভিযান চালালে খবর পেয়ে জমির মালিকসহ মাটিকাটা ড্রেজার মেশিনের ড্রাইভার পালিয়ে যাওয়ায় অর্থদন্ড প্রদান করা সম্ভব হয়নি বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানিয়েছেন। এসময় তিনি স্থানীয় জনসাধারণকে মাটি কেটে বিক্রয় করা অপরাধ,মাটি কাটলে জমির উর্বরতা শক্তি হ্রাস পায়।ফলে জমির উৎপাদন ক্ষমতা কমে যায়।

তিনি বলেন, এই ধরণের অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে অর্থ দন্ড প্রদান সহ কারাদন্ড প্রদান করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে সার্টিফিকেট সহকারী রাসেল আহমেদ,কেজিও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ কাজে থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1