মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট ঝিনাইদহ বিনির্মাণে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা: শুভ্র রানী দেবনাথ, আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্টের কর্মকর্তা ও জেড টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমানসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্মার্ট ঝিনাইদহ বিনির্মাণে বিভিন্ন দপ্তর থেকে ২৬ টি ধারণা তুলে ধরা হয়। তার বাস্তবায়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয় কর্মশালায়।