স্বাস্থ্য ও সৌন্দর্যকে সমৃদ্ধ করতে নতুনত্বের জোয়ার এ.কে.এস অনিমিথ
পিকে নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য ও সৌন্দর্যকে সমৃদ্ধি করতে যিনি তার নিজস্ব চেতনা ও গবেষণামূলক লেখা দিয়ে আনতে চাই নতুনত্বের জোয়ার। ইতোমধ্যে তার লেখা ৪টা বই দেশে পাওয়া যায়। চির যৌবনের উদ্যমতা ও প্রাণশক্তি থাকে যেন মানুষের মাঝে। এজন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। কিশোর হতে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন থাকে স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতন এবং চির সবুজ – এটাই মোঃ এ.কে.এস অনিমিথের মূলমন্ত্র। জন্ম ২২ শে জুন,১৯৯০ ঝিনাইদহ জেলাতে। বর্তমানে থাকেন ভারতে। পেশা-কসমিটোলজিস্ট, সি.ই.ও এ.কে.এস বিউটি এন্ড নিউট্রিশন ইন্ডাস্ট্রি এবং এ.কে.এস মেকওভার এন্ড কসমিটোলজি স্কুল। শখ- বাগান করা,গান শোনা,জিম করা এবং লেখালেখি করা। প্রথম লেখা বই প্রকাশিত হয় ২০১০সালে জাতীয় বই মেলাতে। এরপর বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এবং হবার প্রক্রিয়ায় রয়েছে। পড়াশোনা করেছেন ঝিনাইদহ (সঃ) উচ্চ বালক বিদ্যালয়, শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, তেঁজগাও কলেজ ( জাতীয় বিশ্ববিদ্যালয়),প্রফুল্ল সিংহ (আয়ুঃ) মেডিকেল কলেজে ১৯৬৪ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত হওয়া ” খ্রিস্টিনভাল্মি ইন্টারন্যাশনাল একাডেমী অফ বিউটি ” ভারত শাখা থেকে তিনি বিউটিফিকেশন নিয়ে পড়া শেষ করে বর্তমানে ডিপ্লোমা ইন এডভান্স স্কিন থেরাপি নিয়ে লেকমি একাডেমি, ভারতে ও ডঃ পলস ইন্সটিটিউট অফ কসমিটোলজিতে “প্রোফেশনাল ডিপ্লোমা ইন কসমিটোলজি, লেবেল-৪” এ পড়াশোনা করছেন। ইতোমধ্যে অজিত মেমোরিয়াল ইন্সটিটিউট,ভারত থেকে ইয়োগা এবং ফিটনেস কোর্সও সম্পন্ন করেছেন। তিনি জানান করোনার সমস্যা সমাধান হলে এ বছরের শেষে বিশেষ কিছু থেরাপির উপর কেরালা থেকে এডভান্স ডিপ্লোমা শেষ করে আসছে বছরে “ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি” কোর্স করতে ব্যাংকক যাবেন এবং এটা শেষ করে সুইজারল্যান্ডের, ” কমিটি ইন্টারন্যাশনাল ডি এসথেটিকস এট দ্যি কসমিটোলজি ” ডিগ্রিটা অর্জন করতে যাবেন। তিনি বলেন সৌন্দর্য সংশ্লিষ্ট সকল কিছু নিয়ে এ ডিগ্রিটা পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত সনদ। এগুলোর সাথেই তিনি কসমিটোলজি, লেবেল- ১১ পর্যন্ত শেষ করতে চান ২০২৫ এর মধ্যে । অনিমিথ চান সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একই সাথে এগিয়ে যাবে এদেশের সৌন্দর্য জগত।২০২৫ সালে দেশে পার্মানেন্ট ফিরেই তিনি স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চান।ইতোমধ্যে দেশে আসলে বিভিন্ন জেলাতে বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ করিয়েছেন এবং করাবেন বলে আমাদেরকে জানান।