ঝিনাইদহে রাশিদা হাসান ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুরাতন ডিসিকোর্ট চত্বরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ ডায়বেটিস হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাশিদা হাসান ফাউন্ডেশনের সভাপতি আলী হাসান মোহাম্মদ গোলাম কিবরিয়া অনু।
এসময় উপস্থিত ছিলেন রাশিদা হাসান ফাউন্ডেশনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন, ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি মীর নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক ডাঃ শ্যামল কুমার বিশ্বাস, ডাঃ অনুপম দত্ত, প্রশাসনিক কর্মকর্তা শামীম ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন একরামুল হক পল্টু, এ এইচ এম গোলাম কাদেরিয়া রিটু, এ কে এম আলিকুর রহমান বিরু।
দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে দুই শত মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা পত্র প্রদান করা হয়।