স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঝিনাইদহের মহেশপুরে
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্ম পরিদর্শন ও আওয়ামী লীগ নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জানা গেছে, এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার (বি,এ,ডি,সি) পরিদর্শন শেষে, মন্ত্রী মহেশপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় যোগদেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর,ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম, সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন, কোটচাঁদপুর উপজেলা আ’লীগের সভাপতি শরিফুননেছা মিকি, সাধারন সম্পাদক শাহাজান আলী, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।