সেলস অফিসার ইউনিটি এসোসিয়েশন-(SOUA) এর সহ কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ
করোনার প্রভাবে ঝিনাইদহ জেলায় সেলস পেশায় জড়িত কর্মহীন হয়ে পড়া ৪০ জন অসহায় দরিদ্র সেলসম্যানের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন ঝিনাইদহের SOUA সংগঠন। SOUA ইতি পূর্বেও সেলস পেশায় জড়িত অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সেলস পেশায় আজ যারা জড়িত,তারা সবাই দুর অবস্থার মধ্যে দিন যাপন করছে। না পারছেন সহযোগীতা চাইতে, না পারছেন কিছু বলতে তাই আজ সামাজিক দায়বদ্ধতা থেকে বরাবরের মত মহামারি করোনার এই দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ালেন SOUA সংগঠন।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি- জবাব বিল্লাল হোসেন লিটু, সহ সভাপতি লুলুল বাহার, সাধারণ সম্পাদক-মাহবুব মল্লিক,সাংগঠনিক সম্পাদক- রিফাজুল,সমাজ কল্যাণ সম্পাদক- মাছুম, সহ সম্পাদক -আঃ রহিম, সাব্বির আহমদ জুয়েল, অর্থ সম্পাদক-সেলিম মিয়া, প্রচার সম্পাদক -সেলিম রেজা, ক্রিড়া সম্পাদক- পার্থ পিয়াস সহ সংগঠনের সদস্যগন। সংগঠনের সভাপতি জনাব বিল্লাল হোসেন লিটু জানান, আজকের এই কল্যাণকর কাজে যে সকল সদস্য আর্থিকভাবে সহযোগীতা করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। করোনার এই দুর্দিনে সেলসম্যানরা খাদ্য সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন।