সুবিধা বঞ্চিতদের শিক্ষালয়,”মুক্ত পাঠশালার” আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
মোঃ শাহ আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
“শিক্ষার আলোয় জ্বালাবো আলো” এই প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির মুক্তির পথ স্মরণে সুবিধা বঞ্চিতদের শিক্ষালয়,”মুক্ত পাঠশালার” আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়ে গেলো। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা,ঝিনাইদহের উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এরফানুল হক চৌধুরী এবং মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। পাগলা কানাই একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী মোহাম্মদ আলী পিকু, স্থানীয় সমাজসেবক জনাব অলোক বিশ্বাস, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জনাব শুভ কুমার বিশ্বাস, কথন সাংস্কৃতিক সংসদ -কসাস এর সভাপতি জনাব হাসানুজ্জামান অন্তর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং মুক্ত পাঠশালায় পাঠদানকারী ২৪ জন শিক্ষকসহ আরোও অনেকে। উল্লেখ্য, মুজিব বর্ষের শুরুতেই জানুয়ারি ২০২০ থেকেই মন্টু বসু সড়ক, নদীরপাড় চাকলাপাড়া ঝিনাইদহের ৭২ জন সুবিধাবঞ্চিত শিশুদের সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত ৩৪ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা নির্দিষ্ট দিনে পর্যায়ক্রমে সপ্তাহে একদিন স্বেচ্ছায় পাঠদান করে আসছে । উক্ত পরিকল্পনা ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ এবং পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে কথন সাংস্কৃতিক সংসদ-কসাস এর সাবেক সাধারণ সম্পাদক জনাব প্রতাপ বিশ্বাসের পরিচালনায় ৩২ জন শিক্ষার্থী। প্রতাপ বিশ্বাস বলেন মুক্ত পাঠশালার উদ্দেশ্য নতুন প্রজন্মকে আনন্দপূর্ণ করে গড়ে তোলা। ঝরে পড়া রোধ কল্পে শিশুদের স্বপ্ন দেখিয়ে বড় করে তোলা।বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাস মুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ায় মূল লক্ষ এবং ছাত্র-ছাত্রীদের মাঝে জাতি ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও মুক্ত পাঠশালার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং পরবর্তিতে ঘর নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব সাইদুল করিম মিন্টু।