সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ভূইয়ার ১ম মৃত্যু বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি হোসেন ভূইয়ার ১ম মৃর্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারি বিকাল ৩টায় বৈডাঙ্গা বাজারে আলি হোসেন ভূইয়ার অফিসের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। গত বছরের এই দিনে দুপুর ১টার দিকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। তবে বর্ষিয়ান এ নেতার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দু’আ মাহফিল ও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বিকালে তার অফিসের সামনে স্মরণ সভা ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিতি ছিল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবুল মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউপি সদস্য আমিনুর সরকার, সাগান্না আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বৈডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল হোসেন, যুবলীগ নেতা আমজাদ হোসেন, ফারুক হোসেন, থানা আওয়ামী ছাত্র পরিষদের সহ-সভাপতি সুজন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল আহাম্মেদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নোয়াব আলি। সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আলি হোসেন ভূইয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।