সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন হরিণাকুন্ডু পৌরসভার নৌকা প্রার্থী মোঃ ফারুক হোসেন
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মোঃ ফারুক হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় হরিণাকুন্ডু প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর সঞ্চালনায় মোঃ ফারুক হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় আরও বক্তব্য রাখেন হরিণাকুন্ডু প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব মোর্শেদ শাহীন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও হরিণাকুন্ডু প্রেসক্লাবের উপদেষ্টা শাহানুর আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুর রহমান বাদল, মোস্তাফিজুর রহমান এলবি লিটন, মামুনর রশীদ টোটন, আনন্দ টিভির জাফিরুল ইসলাম, শহিদুল ইসলাম টুকুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে মোঃ ফারুক হোসেন বলেন সাংবাদিকরা জাতির বিবেক, আগামী ৩০ জানুয়ারী হরিণাকুন্ডু পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আপনারা নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করবেন বলে আমি আশা করি। আমি বা আমার কর্মী সমর্থকরা যদি কোন ধরণের নির্বাচনী আচরণ ভঙ্গের কাজ করে তাহলে আমার কাছে জানালে আমি খুশি হবো। উদ্দেশ্যমূলকভাবে বা কোন ব্যক্তি গোষ্ঠির প্ররোচনায় মিথ্যা সংবাদ পরিবেশন করবেন না বলেও আমি মনে করি। সর্বশেষে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন আমি এর সম্মান রক্ষা করার চেষ্টা করে যাব এবং আমি জনগনের ভোটে নির্বাচিত হলে, আমার রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ-২ আসনের মাননীয় সংসস সদস্য, হরিণাকু-ু উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং তাদের সহযোগীতায় হরিণাকুন্ডুকে সি গ্রেডের পৌরসভা থেকে এ গ্রেডের পৌরসভায় উন্নীত করার চেষ্টা করে যাব।