ঝিনাইদহে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিএমএসএফ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাব ও বিএমএসএফ’র আয়োজনে বুধবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান, কালেরকন্ঠ’র জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাব সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সম্পাদক কে এম সালেহ, বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন, হরিণাকুন্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু।
এছাড়াও ঝিনাইদহে কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, চট্রগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।