ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে করোনা ভাইরাস (ওমিক্রন) থেকে বাঁচতে-সচেতন স্বাস্থ্যবিধি সরকারি নির্দেশনা অমান্য ও মুখে মাস্ক পরিধান না করায় সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(২০ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলবাড়িয়া বাজার,ভবানীপুর বটতলা,ভবানীপুর বাজার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন হরিনাকুণ্ডু উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহামেদ । এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি ২৬৯ ধারায় ৭ জনকে সাতটি মামলায় ১ হাজার ৮০০ শত’টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহামেদ বলেন ‘আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা স্যারের নেতৃত্বে উপজেলা প্রশাসন করোনা মোকাবেলায় তৎপরতা রয়েছে। আমরা জনগণের কল্যাণ নিশ্চিত করতে মাঠে রয়েছি,আশাকরি হরিনাকুণ্ডু উপজেলার জনগণ করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশে থেকে আমাদের সহযোগিতা করবে।
প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সার্টিফিকেট সহকারী রাসেল আহমেদ ও পুলিশ অফিসার সহ সদস্যরা সহযোগিতা করেন।