• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

সনাতন ধর্মালম্বীদের মন্দিরে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহঃ / ৭৭ Time View
আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
dav

সম্প্রতি খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে ও নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামে সনাতন ধর্মালম্বীদের মন্দির, মন্দিরের বিগ্রহ সহ বাড়িঘর, দোকানে ভাংচুর, লুটপাটের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে, হরিগুরু চাঁদ মাতুয়া মিশন জেলা শাখা।

ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা শাখা’র সভাপতি তিতাস বিশ্বাস, নির্বাহী সভাপতি ইন্দ্রজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার অধিকারী, সদর উপজেলা শাখার সভাপতি টিটোন রায়, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অসিত বরণ বিশ্বাস ও শৈলকূপা উপজেলা শাখার সভাপতি সুকদেব বিশ্বাস প্রমুখ। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এদেশে যুগ যুগ ধরে মুসলিম-হিন্দু একসাথে বসবাস করে আসছে। কিন্তু মাঝে মাঝেই মৌলবাদীদের জন্য এ দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। 

কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে এ সকল ঘটনার প্রতিবাদ জানান।                                                                        


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1