ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহ ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদাহ পৌর শাখার সেক্রেটারি রাশেদুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই শিশু সন্তান সুফিয়ান ও হুজাইফা। নিহত রাশেদুল শহরের কাঞ্চনপুর উত্তর পাড়ার শামসুল হকের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদাহ পৌর শাখার সেক্রেটারি ছিলেন এবং শহরের কাপড় ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত দশটার দিকে রাশেদুল ইসলাম খাজুরা গ্রামের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে দুই ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত রাশেদুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আহত হয়।
তারা এখন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাশেদুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।