সড়কে গাছ ফেলে চালককে ছুরিকাঘাত করে মোটর সাইকেল ও টাকা ছিনতাই
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড় নাচনা গ্রামে ভাঙ্গা ব্রিজ সংলগ্ন রাস্তা উপর গাছ ফেলে পালসার মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা ছিনতাই করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯ টার দিকে। আহত মোটর সাইকেল চালক হলেন ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার বারেকের ছেলে রফিকুল (৪০)। জানা যায় সে তার মামাতো ভাই ফারুক কে তার গ্রামের বাড়ি (নাচনায়) নামিয়ে দিয়ে শহরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে দুর্বৃত্তরা ছিনতাইয়ের ঘটনা ঘটায়। মোটর সাইকেল রেজিষ্ট্রেশন নাম্বার -ল ১১-৭৮০৩। আহত রফিকুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।