সংবাদপত্র বিতরণ কর্মীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
পিকে নিউজ ডেস্কঃ
ঝিনাইদহ এক্স ক্যাডেটের (জেসকা) পক্ষ থেকে ৪৮ জন সংবাদপত্র বিতরণ কর্মীদের মধ্যে আজ সোমবার দুপুর ১.০০ সময় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে । খাদ্যসামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, ডাল ০১ কেজি, তেল ০১ কেজি, ছোলা ০১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম , চিনি ০১ কেজি, সাবান ০১ টা, আলু ০২ কেজি ৫০০ গ্রাম, পিয়াজ ০১ কেজি ও আটা ০১ কেজি । খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, জেসকার সাবেক সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম,নির্বাহী সদস্য রিজভি কবির, জুয়েল ও সাগর।