জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ – কসাসের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঝিনাইদহ পৌর ইকোপার্ক সংলগ্ন দেবদারু এভিনিউ চত্ত্বরে তরুণ সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন কথন সাংস্কৃতিক সংসদ কসাস এর সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম জুয়েল, সভাপতি অন্তর মাহমুদ, সহ-সভাপতি রাসেল আহমেদ শুভ, সহ-সাধারণ সম্পাদক ইসরাত জাহান মৌ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া সহ অন্যান্য কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা পাঠ করা হয়।