শৈলকূপায় কৃষকের ক্ষেতের কলা চুরি করে নিয়েছে প্রতিপক্ষরা
নিজস্ব প্রতিবেদক,পিকে নিউজঃ
ঝিনাইদহের শৈলকূপায় রাতের আঁধারে কৃষকের বিক্রয়যোগ্য কলা চুরি করে নিয়ে গিয়েছে প্রতিপক্ষরা। সোমবার দিনগত রাতে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের মান্দারী পাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ক্ষতিগ্রস্থ কৃষক মানোয়ার হোসেন শৈলকূপার রামচন্দপুর পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরোজমিনে মঙ্গলবার দুপুরে কলারক্ষেতে গিয়ে দেখা যায়, ৭৬ শতক জমির উপর কয়েক’শ কলা গাছ লাগিয়েছিলেন মান্দারী পাড়া গ্রামের আজিজুর রহমান জটু মোল্লার ছেলে কৃষক মানোয়ার হোসেন। বাগানে দেখা যায় কলা গাছ দাঁড়িয়ে আছে কিন্তু কলার কাঁদি নেয়। এভাবে প্রায় ৪০টি কলা গাছের কাঁদি কাটা।
ক্ষতিগ্রস্থ কৃষক মানোয়ার হোসেন বলেন, ৭নং হুদা মাইলমারী মৌজার কলা গাছ লাগানো এই জমি আমার বাবা আজিজুর রহমান জটু মোল্লার। যা আরএস রেকর্ড হয়েছে বাবার নামে। যার খতিয়ান নং ৮৫৫, দাগ নং ৩১৬৪,৩১৬৫ ও সাবেক দাগ নং ২০৮০। পাশের গ্রামের হায়দার ও হাফিজুল আমাদের সাথে পায়ে পা দিয়ে দ্বন্দ্ব করতে চাইছে। তারাই আমার বিক্রয়যোগ্য ৪০টি কলার কাঁদি কেটে নিয়ে গিয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১২হাজার টাকা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এঘটনার সত্যতা স্বীকার করেন শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই এস এম শামীম আক্তার।