• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:০৪ অপরাহ্ন

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করলেন এমপি আব্দুল হাই

তাপস কুন্ডু ঝিনাইদহ। / ৫০ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করলেন এমপি আব্দুল হাই
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করলেন এমপি আব্দুল হাই

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন ধরণের জীবন রক্ষাকারী স্বাস্থ্য উপকরণ প্রদান করেছেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এমপি’র নিজস্ব তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের হাতে এসব স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

উপকরণের মধ্যে রয়েছে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি অক্সিজেন ফ্লো মিটার, অক্সিজেন ট্রলি ও ২টি প্যালস অক্সিমিটার।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ন-আহবায়ক সরোয়ার জাহান বাদশা, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আজাদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন বলেন, বর্তমানে সারাদেশে করোনার প্রার্দুভাব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যেহেতু ঝিনাইদহ জেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় এ উপজেলায় ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যেতে পারে। এতে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট না হয় তার আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1