শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা রাশেদ আল মামুনের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হস্তান্তর করলেন রোটেক্স বাংলাদেশ কোম্পানীর পরিচালক রোকনুজ্জামান
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনাতায়নে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটেক্স বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানী করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও রোগীদের সুরক্ষিত থাকার জন্য সকল প্রকার স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করে। পরে ৪৪ জন করোনা জয়ীদের সার্টিফিকেট প্রদান ও ফুল দিয়ে অবমুক্ত করা হয়।এসময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা বিএম এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, রোটেক্স বাংলাদেশ কোম্পানীর পরিচালক রোকনুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।বক্তারা, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। ডাক্তার ও রোগীদের বিভিন্ন সহযোগীতার আশ্বাসও দেন।