• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:০৫ অপরাহ্ন

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সোনা শিকদার’র আকস্মিক মৃত্যু

Reporter Name / ১১২ Time View
আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সোনা শিকদার'র আকস্মিক মৃত্যু

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সোনা শিকদার’র আকস্মিক মৃত্যু

কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ

শৈলকুপা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সোনা শিকদার আজ বুধবার সকাল ১১ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।দুপুরের মধ্যেই ঝিনাইদহ হাসপাতাল থেকে তার মৃতদেহ শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামে নিজ বাড়িতে পৌছাবে বলে স্বজনরা জানিয়েছেন।বাদ মাগরিব তার নামাজে যানাজা অনুষ্ঠিত হবে শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে।মৃত‌্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীনে এই অঞ্চলে বিশেষ ভূমিকা রেখেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি পরপর দুইবার শৈলকুপা উপজেলার পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি । এর আগে দীর্ঘদিন যাবৎসুনামের সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই মৃত্যুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু শোকাহত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1