শৈলকুপায় বৈদ্যুতিক খুটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত
প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানা যায়, শিক্ষার্থী পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে ছিল। দুপুরে মামার মোটরসাইকেল নিয়ে চালাতে গেলে ওই গ্রামের ফকিরবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।