শৈলকুপায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামে কুষ্টিয়ার রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হোসেন (২২) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আরাফাত শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর হোসেনের ছেলে ।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, উপজেলার শেখপাড়া গ্রামের আরাফাত হোসেন ও তার পিতা জাহাঙ্গীর হোসেন বাড়ির পাশে ক্রয়কৃত একটি জমি মঙ্গলবার দুপুরে ঘিরতে যায়। এসময় পার্শ্ববর্তী জমির মালিক একই গ্রামের মৃত রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাধা দেয়। সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা গাছের ডাল দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। তখন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তিকালীন চিকিৎসারত অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।