শৈলকুপায় নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদার আত্মহত্যা
প্রতিনিধি,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের প্রতিবেশী এক নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজ লজ্জার ভয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কালাম শাহ ওই গ্রামের মৃত আইনউদ্দীণ শাহ‘র ছেলে।স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের এক ছাত্র রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছাতেই দেখে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে বৃদ্ধ ঝুলে আছে। পরে চিৎকার দিয়ে পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে এবং অজ্ঞান হয়ে পড়ে। ধর্ষক কালাম শাহ সামাজিক লাজ লজ্জার ভয়ে শেষ রাতের কোন এক সময়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।