ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাতের আধারে ঘুমন্ত নারীদের নগ্ন-অর্ধনগ্ন ভিডিও ও ছবি ধারণ করার অপরাধে এক যুবক ও তার সহযোগী প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৪মে) রাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উপজেলার সাপখোলা নামক গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-সাপখোলা গ্রামের আদিল উদ্দিন খাঁ’র ছেলে জুলকার খাঁ (৪০) ও তার প্রেমিকা শামছুল বিশ্বাসের মেয়ে জান্নাতি খাতুন (২০)।
এ বিষয়ে শুক্রবার (৫মে) সকাল ১১টায় ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে মামুন ফেরদৌসের বাড়িতে রাতের আধারে জানালা দিয়ে কে বা কারা তার ঘুমন্ত স্ত্রী ও কন্যার ভিডিও করছিল। এসময় মোবাইলের ফ্লাস লাইটের আলো জ্বলে উঠলে ফেরদৌস ঘরের ভেতর অজ্ঞাত যুবকের হাত চেপে ধরে তখন মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া মোবাইলে মধ্যে সাপখোলা গ্রামের প্রায় অর্ধশতাধিক নারীর নগ্ন ও অর্ধনগ্ন ভিডিও ও ছবি দেখতে পায়। এ অবস্থায় গত ৪ মে ফেরদৌস বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করে। পরে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন ২ জন আসামীকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরো বলেন, আসামীর জবান বন্দিতে জানা যায়, জুলকার খাঁর একাধিক স্ত্রী চলে যাওয়ার পরে একই গ্রামের স্বামী পরিত্যক্তা জান্নাতির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ অবস্থায় প্রেমিকা জান্নাতি খাতুনের সাথে পরিকল্পনা করে মোবাইল দিয়ে রাতের আধারে গোপনে বিভিন্ন ঘুমন্ত মেয়েদের নগ্ন ও অর্ধনগ্ন ভিডিও ও ছবি ধারন করে। গত ৩/৪ মাস যাবৎ ধারনকৃত ভিডিও দিয়ে তারা মানুষ কে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াসহ শারীরিক সম্পর্ক স্থাপন করবে এটিই তাদের মূল উদ্দেশ্য ছিলো।