ঝিনাইদহে বিভিন্ন মেসে রান্না করা ১শত রাঁধুনীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কম্বল, ভ্যাসলিন ও মোজা।
রবিবার সকাল ১১টায় কথন সাংস্কৃতিক সংসদ,কসার এর আয়োজনে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান,কসাস সভাপতি হাসানুজ্জামান অন্তরসহ প্রমুখ।
আলোচনা শেষে একশত রাঁধুনীর প্রত্যেকের মাঝে একটি কম্বল,একটি ভ্যাসলিন ও একজোড়া হাত মোজা বিতরণ করা হয়। কসাস প্রতিষ্ঠালগ্ন থেকে একের পর এক বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে।