শত শ্রদ্ধা-ভাষা সৈনিক মুসা মিয়া স্মরণে
কাজী পিকু
অনেক লিখেছো দেশের জন্য
অনেক জাগিয়েছো আশা
আপন দেশে আপন মনে
বলতে চেয়েছো ভাষা
ভাষার জন্য যুদ্ধ করেছো
দিতে চেয়েছো প্রাণ
গ্রাম বাংলার সবুজ ছায়ায়
নিয়েছো মাটির ঘ্রাণ
গ্রাম-গঞ্জে ছুটে বেড়িয়েছো
জাগাতে হাজার মানুষ
দেশের জন্য ভাষার জন্য
ফেরি করেছো হুস
মায়ের ভাষা প্রাণের ভাষা
ছন্দে তুলেছো সুর
পাক হানাদার পালিয়ে গেছে
দুঃস্বপ্ন করেছো দূর
ভাষার জন্য যুদ্ধ করেছো
হয়েছো ভাষা সৈনিক
তোমার জন্য শত শ্রদ্ধা
থাকবে প্রতিদিন।।