লকডাউনকে উপেক্ষা করে বাল্য বিবাহ , উকিল হলেন শিশু
সুলতান আল একরাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
যখন সারা বিশ্ব করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক! সেই সময় বাল্য বিবাহ দিলেন উকিল হলেন শিশু ঝিনাইদহ সাগান্না ইউনিয়নের বাথপুকুর গ্রামে মৃত হাসান আলীর নাতনী উত্তর নারায়নপুর স্কুলে নবম শ্রেণির ছাত্রীকে শুক্রবার রাত্রে বাবা মা উপস্থিত ছাড়ায় জোরপূর্বক ডহরপুকুর গ্রামের রফিক উদ্দীনের ছেলে বাদশার সাথে বিয়ে দিয়েছে ঐ এলাকার কিছু প্রভাবশালী নেতারা। বিয়ে পড়ান মসজিদের ইমাম হাফিজুল ইসলাম। এই বিয়েতে নাবালক কিশোর সাকিব(৯)কে বানানো হয়েছে বিয়ের উকিল