• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:২৩ অপরাহ্ন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ইউক্রেন

ডেক্সঃ / ৯২ Time View
আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। এতে হতাহতের ঘটনার পাশাপাশি অনেক এলাকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সময় শনিবার এই হামলা শুরু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি

দানিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় নিহত হয়েছেন ১২ জন। কিয়েভ, খারকিভ এবং ওডেসা শহরের ওপরও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক শহরের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন বিদ্যুৎহীন।

এর আগে যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধাস্ত্র চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দেয়া হয়েছিল।

তবে রাশিয়া প্রতিক্রিয়ায় বলেছে, ইউক্রেনকে আরও অস্ত্র দেয়া হলে তা রাশিয়ার অভিযানকে আরও ব্যাপক করে তুলবে। অনেক বেশি সাধারণ মানুষ হতাহত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে বলেছেন, পশ্চিমা দেশগুলো প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করলে বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার হামলা ঠেকানো সম্ভব। এজন্য আমাদের পশ্চিমা বন্ধু দেশগুলোর গুদামে যেসব অস্ত্র রয়েছে সেগুলো দরকার।

ভিডিওবার্তায় তিনি জানান, ইউক্রেনের বাহিনী ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1