রমজানে আক্কেল দাঁতের যন্ত্রণায় করণীয়
পিকে নিউজ ডেস্কঃ
সকলেই রমজান মাস সুস্থভাবে কাটাতে চাই কিন্তু এ সময় যদি কারো আক্কেল দাঁতে যন্ত্রণা শুরু হয় তবে করণীয় কি ? এ প্রসঙ্গে আমাদেরকে জানান সৌন্দর্য বিষয়ক গবেষক ও লেখক মোঃ এ.কে.এস অনিমিথ। তিনি বলেন – সাধারণত ৩০ বছর কারো ক্ষেত্রে আরো একটু বেশি বয়স পর্যন্ত এই আক্কেল দাঁত উঠে। আক্কেল দাঁত ৪ টা উঠে। উপরের দুই পাশে ২ টা, নিচে দুই পাশে ২ টা।অধিকাংশ ক্ষেত্রে আক্কেল দাঁত উঠবার সময় ব্যথা ও যন্ত্রনা হয়। এমনকি কারো জ্বরও আসতে পারে। আক্কেল দাঁত উঠবার সময় ফোলা,পুজ পড়া,শ্বাসকষ্টের উপসর্গ কারো কারো দেখা দিতে পারে। অনেকের আক্কেল দাঁত পাশের দাঁতকে ক্ষতি করে থাকে।দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে দাঁত এক্সরে করে পরীক্ষা করে আক্কেল দাঁত তুলে ফেলা উচিত। রমজানে কারো আক্কেল দাঁতে ব্যথা বা যন্ত্রনা হলে দন্ত চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক খেতে হবে। একান্ত প্রয়োজন না হলে রমজানে দাঁত না তোলায় শ্রেয়। ঈদের পরে তোলাটাই উত্তম হবে। কিন্তু অসহ্য পর্যায়ে পৌছে গেলে তুলতেই হবে। রোজা থাকলে ইফতারির পরে তুলতে হবে। আক্কেল মাড়িকে কখনো অবহেলা নয়, অসহ্য মনে হলেই দেরি না করে অবশ্যই আপনার নিকটস্ত দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান।