যশোরের শার্শায় ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ
তুহিন হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে এ ফেনসিডিল উদ্ধার করে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ। পুলিশ জানায়, পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইন-চার্জ শার্শা থানার সার্বিক তত্ত্বাবধানে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই(নিঃ)/ আকবর হোসেন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।