যশোরের শার্শায় “ভোরের পাখি”র খাদ্যসামগ্রী উপজেলা করোনা প্রতিরোধ ফান্ডে হস্তান্তর
তুহিন হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ
করোনায় বিশ্ব বিপর্যয়ের অংশ এখন বাংলাদেশও। নোভেল করোনা ভাইরাসের কারণে আতঙ্ক যেমন বাড়ছে তেমনি সচেতনতা বাড়াতে ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণে স্বেচ্ছাশ্রমে কাজ করছে বিভিন্ন সংগঠন। মানবিকতায় এগিয়ে এসেছে শার্শা উপজেলার “ভোরের পাখি” নামক এক সামাজিক সংগঠন। ইতিমধ্যে দেশের বিভিন্ন ক্রান্তিকালে এই সংগঠনটি কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১১ এপ্রিল) সকালে সংগঠনটির নেতৃবৃন্দরা সকলে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার উদ্দ্যেশে শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ ফান্ডে ৫০ বস্তা খাদ্যসামগ্রী হস্তান্তর করেন। খাদ্যসামগ্রী হস্তান্তরের সময় “ভোরের পাখি” সংগঠনের সুযোগ্য সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, “আমরা খাদ্যসঙ্কটে থাকা মানুষগুলোকে খাদ্যসামগ্রী দিয়ে তাদের এই দূর্দিনে পাশে দাড়াতে চাই, চাই দেশের ক্রান্তিকালে ভূমিকা রাখতে।এইজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী দেশের কল্যানে অভুক্ত মানুষের মাঝে বিতরনের জন্য উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ ফান্ডে হস্তান্তর করেছি। তিনি আরো বলেন, শার্শার উপজেলা তথা সমগ্র দেশের জনসাধারণের প্রতি অনুরোধ জানাই, দয়া করে আপনারা ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আপনাদের খাবার সংকটে আমাদের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আপনি ঘরে থাকলে নিজে নিরাপদে থাকবেন এবং দেশকে নিরাপদে রাখতে পারবেন তাই এই মুহূর্তে দয়া করে ঘরের বাহির হবেন না।” উক্ত খাদ্যসামগ্রী হস্তান্তরের সময় “ভোরের পাখি” সংগঠনের সভাপতি ছাড়াও সংগঠনের উপদেষ্টা মোঃ মফিজুর রহমান, মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক এম এম আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান সুমন, কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বদিউজ্জামান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিরুল মিলন এবং কার্যকরী সদস্য মোঃ ফারুক হোসেন ফরহাদ, মোঃ রফিকুল ইসলাম, ফেরদৌস চৌধুরী রাজু, মোতালেব মল্লিক ও মোঃ বাবলুর রহমান উপস্থিত ছিলেন।