মুজিব শতবর্ষে পাপী চোখেও ভালোবাসা সংগঠনের ১০০ বৃক্ষ রোপন
মনিরুজ্জামান রাসেল, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহ শহরে ঐতিহ্যবাহী সংগঠন পাপী চোখেও ভালোবাসা আয়োজন করেছে একশত বৃক্ষ রোপন কর্মসূচি । সোমবার (২৯ জুন) বিকেলে শহরের সার্কিট হাউজের সামনে থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন পাপী চোখেও ভালবাসা অনলাইন সংগঠনের পরিচালক ইমু চৌধুরী ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি আকাশ আহম্মেদ বকুল।এ সময় উপস্থিত ছিলেন পাপী চোখেও ভালবাসা এর সদস্য শাকিল,আকাশ মির্জা,তামিম,নাসিম শুভ,ইমরান,রকি জনি সৌরভ সহ আরো অনেকে। পরে পর্যায়ক্রমে শহরের আইএইচটি কলেজ,পুরাতনপার্ক,মহিষাকুন্ডু মহা শ্মশান সহ বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপণ শেষে এ বিষয়ে ইমু চৌধুরী বলেন বর্তমান সময়ে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সবাইকে একটি করে হলেও গাছ লাগানো উচিৎ।