মিথ্যা অজুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ কঠোর ব্যবস্থার দাবি সচেতন মহলের
পিকে নিউজ ডেস্কঃ
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি । সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ঘরের বাইরে বের না হওয়ায় জন্য সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে । নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক স্যাভলন সাবান ও খাবার পৌছে দেওয়া হচ্ছে । তারপরও মানুষ রাস্তায় বের হচ্ছে । আড্ডা দিচ্ছে । পুলিশ তাদের কাছে বাইরে আসার কারণ জানতে চাইলে তারা কেউ বলছে ওষুধ কিনতে এসেছি, কেউ বাজার করার কথা বলছে আবার কেউ অফিসে যাওয়ার কথা বলছে। আসলে তাদের কথার সাথে কাজের কোন মিল পুলিশ খোঁজ নিয়ে পাইনি।
মিথ্যা অজুহাতে তারা রাস্তায় বের হচ্ছে ।
পুলিশ যখনই টহল শেষে ফিরে যাচ্ছে এসব লোকজন আবার রাস্তায় বের হচ্ছে । ঝিনাইদহবাসিকে করোনা ভাইরাসমুক্ত রাখতে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধে এসব লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের ।