মায়ের কোলের শিশুটি পড়ে আছে নিথর দেহে
ভূমিষ্ঠ হবার আগেই সে যে চলে গেছে
সুখ,দুঃখ, হাসি বেদনা নিয়ে পরপারে
অন্তর্যামী মাকে কাঁদিয়ে বুক শুণ্য করে।।
আর যে আসবি না তুই মায়ের কোলে
এই ছিলো তোর মনে।
পরিপূর্ন হবার আগেই দিয়েছিলে ব্যাথা
কেমনে সহ্য করে ছিলো তোর ঐ দুঃখী গর্ভধারিনী মা
তুই তো ছিলি অবুঝ মনে, কষ্ট ছিলো মায়ের মনে
হা – হা কার করে কেদেঁ ওঠে মায়ের অন্তর প্রানে
আজ ও হাসে,আজ ও ভাসে পাগলিনীর ছলে
কথায় কথায় কষ্ট ঝরে তোর জন্য ঐ বুকে
কি রাগ ছিলো তোর মায়ের উপর —
কথা না বলে গেলি চলে।।
আজ ও হৃদয় শুণ্য হাতে ঘুরে বেড়ায় তোর মা
কষ্ট খানি বুকে চেপে বসে থাকে সারা বেলা
কেন বা এলি তুই,কেন চলে গেলি
শুণ্য হাতে ফিরিয়ে দিয়ে মায়ের বুক খানি
মা-যে তোর আর্তনাদ করে, চিৎকার করে বলে
আয় ফিরে আয় আবার আমার কোলে।