• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন

মানব পাচার চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেফতার

প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৮০ Time View
আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মানব পাচার চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। রবিবার (৩০অক্টোবর) রাত সাড়ে ১২টা দিকে যশোর জেলার চৌগাছা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূলহোতা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মোঃ আজাহার উদ্দিন (২৭), ও তার সহযোগী যশোর জেলার শার্শা উপজেলার মোঃ কোরবান আলী (২৪) কে গ্রেফতার করে এবং ভিকটিম পৃথিবী রাজ শাহাকে উদ্ধার করে।

রবিবার সকালে ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৫ অক্টোবর ভিকটিম পৃথিবী রাজ সাহা এর সাথে আসামী হাসান আলীর মোবাইল ফোনের মাধ্যমে কথা হয়,ভিকটিমকে সে পার্শ্ববর্তী দেশ ভারতে চাকুরি পাওয়ার ব্যবস্থা করবে। পরবর্তীতে গত ২৭ অক্টোবর ভিকটিম বাসযোগে চট্রগ্রাম থেকে খুলনা আসে। খুলনায় একদিন অবস্থান করে,গত ২৯ অক্টোবর তারিখে ভিকটিম পৃথিবী রাজ সাহাসহ আরো ২ জনকে পাচার করার উদ্দেশ্যে আসামী হাসান আলী যশোর নিয়ে যায়। সেখানে হাসান আলী আসামী মোঃ আজাহার উদ্দিন ও মোঃ কোরবান আলীদের নিকট ভিকটিমদেরকে পাচারের উদ্দেশ্যে হস্তান্তর করে। বিষয়টি র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে। আভিযানিক দলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ৩০ অক্টোবর ২০২২ তারিখ রাতে যশোর জেলার চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মানব পাচার চক্রের মূলহোতা মোঃ আজাহার উদ্দিন (২৭) ও তার সহযোগী মোঃ কোরবান আলী (২৪) দ্বয়কে গ্রেফতার করে এবং ভিকটিম পৃথিবী রাজ সাহা (২২) , মোঃ ইমাদুল (২০) ও মোঃ আব্দুর রহিম (২৮) দেরকে উদ্ধার করে।

পরবর্তীতে ভিকটিম পৃথিবী রাজ সাহা বাদী হয়ে র‌্যাবের সহায়তায় গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ ৫ জনকে আসামী করে যশোর জেলার চৌগাছা থানায় মামলা দায়ের করে। পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1