• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন

মাত্র তিন বছরেই বদলে গেল ঝিনাইদহ পৌর মডেল স্কুলের চিত্র

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ / ৭৩ Time View
আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে শাহানাজ পারভীন (রিপা) যোগদান করার পর থেকে স্কুলটির পালে হাওয়া লাগতে শুরু করেছে। ২০২০সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ২০২৩সালে তিনি যেমন হয়েছেন জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানসহ নানা কর্মকান্ড দিয়ে প্রতিষ্ঠানকে পৌছে দিচ্ছেন জেলার শ্রেষ্ঠত্বের তালিকায়।

ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্ঠায় পৌরসভার অর্থায়নে পৌরসভার পুরাতন ভবনেই ২০১২সালে গড়ে তোলেন পৌর মডেল স্কুল এন্ড কলেজ। সেই থেকে পথচলা, কিন্তু উন্নয়নের গতি কাঙ্খিত ছিলনা প্রতিষ্ঠানটির। স্কুল কলেজ এক সাথে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠান পরিচালনা নিয়েও ছিল মনস্তাত্বিক টানাপড়া। এখন স্কুল কলেজ আলাদা ভাবে পরিচালিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানেই গতি এসেছে। মাধ্যমিক পর্যায়ে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং কলেজ পর্যায়ে একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী পড়ানো হয়। জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠানে দুটি নিজস্ব পরিবহন রয়েছে।

প্রধান শিক্ষক শাহানাজ পারভীন রিপা এখানে যোগদান করার আগে হরিণাকুন্ডুর দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ২০২০সালের জানুয়ারী মাসে এই প্রতিষ্ঠানে যোগদান করেন। যোগদানের মাত্র তিন বছরেই তিনি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন ধরণের প্রতিযোগীতায় অংশগ্রহনে গতি ও সাফল্য এনে দিয়েছেন। এখন বিদ্যালয়ে ডিবেট ক্লাব, সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞানাগার, বঙ্গবন্ধু কর্ণার গড়ে তুলেছেন। এছাড়া বিদ্যালয়ে রয়েছে দৃষ্টিনন্দন শেখ রাসেল কমপিউটার ল্যাব, লাইব্রেরী এবং অডিটরিয়াম। বিদ্যালয়ের ছাদে গড়ে তুলেছেন ছাঁদ বাগান, সেখানে নানা প্রজাতির ফলজ ও ঔষুধি গাছের পরিচর্চা চলে।

বিদ্যালয়টিতে ২০১৯ সালে প্রাথমিক শাখা চালু হলেও সেখানে কোন ছাত্র ছাত্রী ছিল না। ২০২০সালে তাঁর নিজের ছেলেসহ ৪জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে এখন প্রাথমিকের তিন ক্লাসে ৬০জন ছাত্র ছাত্রী অধ্যায়নরত। বিদ্যালয়ের ২জন চুক্তি ভিত্তিক কো কারিকুলাম শিক্ষকসহ মোট ২৪ জন শিক্ষক কর্মচারী রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষক কর্মচারী এমপিও ভূক্ত এবং বাকিরা মাধ্যমিক শাখায় এমপিও ভূক্তির অপেক্ষায় রয়েছে। জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়, এছাড়া বিদ্যালয়ের নন এমপিও শিক্ষকদের বিদ্যালয় এবং জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে সম্মানজনক মাসিক বেতন-ভাতা দেওয়া হয়। বিদ্যালয়টিতে কোন খেলার মাঠ নেই, তবে পাশেই স্টেডিয়াম হওয়ায় শরীর চর্চা শিক্ষক মাঝে মধ্যে সেখানে ছেলেদের খেলার প্রশিক্ষণ দেন। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৪’শ অধিক ছাত্র ছাত্রী রয়েছে। এভাবে এগুতে থাকলে একসময় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিনত হবে বলে শিক্ষকরা আশা করেন।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন রিপা বলেন, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পরে পেশাটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এই প্রতিষ্ঠান আমার ভাই সাবেক সফল মেয়র সাইদুল করিম মিন্টু সাহেবের হাতে গড়া, এই প্রতিষ্ঠানকে আমি শিক্ষা, সাংস্কৃতি, বিজ্ঞানচর্চা, বিতর্ক প্রতিযোগীতা, বক্তৃতা, খেলাধুলাসহ সকল কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিনত করতে চায়। তিনি আরও বলেন ২০২৩সালে আমি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি, প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ সকলের সহযোগীতায় প্রতিষ্ঠানটিকে আমি দেশ সেরাদের তালিকায় অন্তর্ভূক্ত করতে চায়। প্রতিষ্ঠান পরিচালনায় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1