মহেশপুরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, আটক-২ জন
সুলতাম আল একরাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ৭ম শ্রেণীর ছাত্রিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । এ সময় ২ ধর্ষককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। এলাকাবাসী জানান , বুধবার রাতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সবদুল হোসেনের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী প্রকৃতির ডাকে সাড়াদিয়ে বাইরে বের হলে একই ইউনিয়নের সাড়াতলা গ্রামের তিন ধর্ষক তাকে ধরে বাড়িরপাশে কলা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা এসে ধর্ষক সাড়াতলা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাহাবুল ইসলাম শান্তি (২০) সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২০) কে আটক করতে পারলেও আরো এক ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী ২ ধর্ষককে আটক করে থানায় সোপর্দ করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদ হোসেন খান জানান, ধর্ষণের ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।