মহেশপুরে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে মা রিতা খাতুন। শুক্রবার গভীর রাতে উপজেলার ৬ নং নেপা ইউনিয়নের পুল্লো বাকোসপোতা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিতা খাতুন (২৫) ও তার পাঁচ বছরের পুত্র সন্তান রিফাত। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মামুন হোসেন তাদের ঘরের বারান্দায় ও তার স্ত্রী রিতা খাতুন পাঁচ বছরের সন্তান রিফাতকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। রাতে যে কোনো সময় মা রিতা খাতুর তার সন্তান রিফাতকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করে।
আজ শনিবার সকালে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। কেনো বা কি কারনে আত্মহত্যা করেছেন তা কেউই বলতে পারছেন না। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খাঁন জানান, সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা এমন একটি সংবাদে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনও পৌছাইনি। ঘটনা স্থানে পৌছালে জানা যাবে