ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় বিষয়খালী বাজার সংলগ্ন হাজী আলী আককাস দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, কালীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিবলী নোমান। বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী আরিফ আহমেদ জনি।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা, আওয়ামী লীগকে সুসংগঠিত করে, আগামী ২৬ ডিসেম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করার আহবান জানান।